ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দেশে প্রবাসীদের নিজস্ব হোটেল স্যুইট দেবে মেগাবিল্ডার্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, জুলাই ১, ২০১৩
দেশে প্রবাসীদের নিজস্ব হোটেল স্যুইট দেবে মেগাবিল্ডার্স

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য একটি সোনালী অফার নিয়ে এসেছে  মেগাবিল্ডার্স। গোল্ডেন এজ নামে একটি আধুনিক হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম খ্যাতনামা এই রিয়েলএস্টেট কোম্পানিটি।



হোটেলটি নির্মিত হবে যৌথ মালিকানায়। শেয়ার কিনে নয়, হোটেলের স্যুইট কিনে যে কেউ হতে পারেন এই হোটেলের মালিক। অভিনব ও আকর্ষণীয় এই অফার নিয়ে নিউইয়র্কেও এসেছে মেগাবিল্ডার্স। যোগ দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০১৩ এর আয়োজনে।

সেখানে গিয়ে দেখা যায় ক্রেতাদের মেগাবিল্ডার্সের প্রতি আগ্রহ রয়েছে। তবে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই স্যুইট-এর যৌথ মালিকানার দিকে।

বাংলানিউজকে সেকথাই জানাচ্ছিলেন মেগাবিল্ডার্স লিমিটেড এর পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এমএইচ জামান হাসান।

তিনি জানান, সিলেটে গড়ে উঠছে এই হোটেলটি। এরই মধ্যে ১২তলা বিশিষ্ট হোটেলের ছয়তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। হোটেলের স্যুইটের মালিকানা পেতে দেশের চেয়ে বিদেশ থেকেই তারা সাড়া পাচ্ছেন বেশি।

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় আয়োজিত এই ট্রেড ফেয়ারে যোগ দেওয়ার অন্যতম কারণও সেটি। জামান হাসান জানান, এই যৌথ মালিকানার প্রকল্পটি যে কোনে প্রবাসীকে দেশে ফিরে সিলেট শহরে গিয়ে বসবাসের সুযোগ যেমন দেবে তেমনি এটি থেকে তাদের আয়ও নিশ্চিত হবে।

বিষয়টি আরো স্পষ্ট করতে জামান হাসান ও নিউইয়র্কে মেগাবিল্ডার্সের কর্মকর্তা সৈয়দ উতবা কথা বলেন বাংলানিউজের সঙ্গে। তারা জানান প্রতি বছর ৩০ দিন ৩০ রাত করে সারা জীবনের জন্য একজন শেয়ারওনার ওই স্যুইটে থাকতে পারবেন কিংবা ভাড়া দিতে পারবেন। প্রতি শেয়ারওনার জমির আনুপাতিক অংশসহ সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে আজীবনের জন্য মালিকানা পাবেন। ফলে এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ থাকবে না। New22

প্রতিটি শেয়ারওনার চাইলে তাদের মালিকানা হস্তান্তর করতে পারবেন। জামান হাসান বলেন, অল্প বাজেটে সহজ ও ছোট মাসিক কিস্তিতে যে কেউ হতে পারেন এই স্যুইটের গর্বিত মালিক।

সিলেটের খানদুয়ারায় নর্থ জেল রোডে ১৭ কাঠার ওপর গড়ে উঠছে এই হোটেল। যাতে থাকছে ৪৯টি স্যুইট। ১১ শ’ স্কয়ার ফিট থেকে সাড়ে ৮ শ’ স্কয়ার ফিট পর্যন্ত বিভিন্ন মাপের এসব স্যুইটের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্সিয়াল কিং, প্রেসিডেন্সিয়াল কুইন, ডায়মন্ড, প্রিমিয়ার, প্ল্যাটিনাম, এক্সিকিউটিভ, ক্ল্যাসিক ও সিলভার।

স্যুইটগুলোতে ২৪ থেকে ৯৬টি পর্যন্ত শেয়ার থাকার সুযোগ রয়েছে। যার শেয়ারমূল্য সর্বোচ্চ ৫ লাখ ৯২ হাজার ৬ শ’ থেকে ৪ লাখ ৫৮ হাজার ৮ শ’ টাকা পর্যন্ত। মাত্র ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে যে কেউই হতে পারবেন এই স্যুইটের মালিক। বুকিং মানি হিসেবে ধরা হয়েছে ২৫ হাজার টাকা। পরে ৩৬ কিস্তিতে শেষ হবে পুরো অর্থের পরিশোধ। আর কিস্তির পরিমাণ স্যুইট ভেদে ১০ হাজার ৬৬১ টাকা থেকে ১৪ হাজার ৩৭৭ টাকা পর্যন্ত।

জামান হাসান বলেন, রেস্টুরেন্ট, লন্ড্রি, পার্কিং, জিম উইথ সাউনা এন্ড স্টিম বাথ, ফ্রি ওয়াই-ফাই, ইলেক্ট্রনিক ডোর কি, নামাজের ঘর, গ্রোসারি শপ, রুফটপ গার্ডেন দিয়ে হোটেলটিকে অত্যাধুনিক করে সাজানো হচ্ছে।

একই সঙ্গে হোটেলটিতে পারিবারিক পরিম-লে অবস্থান করার জন্যও রাখা হয়ে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি।

তিনি বলেন, বিদেশে যারা অবস্থান করছেন তাদের অনেকেই দেশে গিয়ে থাকার জায়গা খোঁজেন। মেগা বিল্ডার্স তাদের নিজস্ব থাকার জায়গা করে নেওয়ার এই সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো লন্ডন অস্ট্রেলিয়া থেকেও তারা পাচ্ছেন সমান সাড়া।

জামান হাসান বলেন, মেলাতেও অনেকেই তাদের আগ্রহ দেখিয়েছেন, আশা করি তারা এই সুবিধাটি গ্রহণ করবেন। বছরে একবার দেশে অনেকেই বেড়াতে যান, তাদের জন্য এটি অবশ্যই একটি আকর্ষণীয় অফার। তবে যারা দেশে যান না, তারাও এক মাসের মালিকানা থেকে তুলে আনতে পারবেন মুনাফা, বলেন সৈয়দ উতবা।

বিস্তারিত জানতে megabuilders.com.bd এই ঠিকানায় ব্রাউজ করার কথাও জানালেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
আরআই/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।