ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, জুলাই ১, ২০১৩
পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

ঢাকা: পাকিস্তানের কোয়েটা শহরের শিয়া হাজারা অধ্যূষিত অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জন।

নিহতদের মধ্যে নয়জন নারী রয়েছেন।



রোববার রাতে আলী ইবন-আবু-তালিব ইমামবড়গার কাছে আত্মঘাতী এ হামলা চালানো হয়। পুলিশের ডিআইজি (তদন্ত) সৈয়দ আহমদে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, লস্কর-ই-ঝঙ্গভি নামে একটি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে। সংগঠনটির পক্ষে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তি একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানায়, তারা হাজারা টাউনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

অপরদিকে, শহর পুলিশের কর্মকর্তা মীর জুবায়ের মাহমুদ সাংবাদিকদের জানান, হামলার সময় ইমামবড়গাতে অনেকেই নামাজ পড়ছিলেন।

তিনি জানান, আত্মঘাতী বোমা হামলাকারীর ইমামবড়গাতে হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা বাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিলে তিনি বোমা বিস্ফোরণ ঘটান।

তিনি আরো জানান,  হামলাকারীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টার বিদ্ধ হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।