ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্য অ্যারিজোনায় দাবানলে অন্তত ১৯ দমকলকর্মী নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর-পশ্চিম ফোনিক্সের ৮০ মাইল দূরে ইয়ার্নেল শহরের কাছাকাছি ছড়িয়ে পড়া ভয়াবহ এ দাবানল নেভাতে গিয়ে নিহত হন তারা।
কর্মকর্তারা আরও জানান, দাবানলের সূত্রপাত শুক্রবারে হলেও ক্রমেই চারদিক ছড়িয়ে পড়ছে ভয়াবহ অগ্নিলাভা।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যারিজোনার ইয়ার্নেল হিলে আগুন নিয়ন্ত্রণের লড়াইয়ে এখন পর্যন্ত ১৯ দমকল কর্মীর নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
অগ্নিনিবার্পক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখনও দুই শতাধিক দমকলকর্মী এ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে চলেছেন।
স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, ইয়ার্নেল ও এর আশপাশের প্রায় অর্ধশত বাড়িতে দাবানল ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়াসহ পশ্চিম যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com