নয়াদিল্লি: লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানতে পারবে ‘প্রহার’ নামে নতুন ক্ষেপনাস্ত্রটি। এর আগে ভারতে ‘পৃথ্বী’ ব্যবহার করা হতো এ কাজে।
ব্যালিস্টিক মিসাইল পৃথ্বীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
খুব শিগগিরই ভারতীয় পদাতিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই ক্ষেপণাস্ত্রটি।
ডিআরডিও প্রধান জানিয়েছেন, লক্ষ্যবস্তুতে খুব দ্রুত ও নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা রয়েছে প্রহারের। ১৫০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জের প্রহারে’র কার্যক্ষমতা পরীক্ষা করা হয়েছিল উড়িষ্যা উপকূলে ২০১১- এর মাঝামাঝি সময়ে। তারপর এতে আরও কিছু পবির্তন করা হয়েছে।
ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৮ দশকের গোড়ায় পৃথ্বী তৈরি কার হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস