ঢাকা: মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগ দাবি করে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
সোমবার সরকারবিরোধীদের সংগঠন ‘তামারুদ’ এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট মুরসি যদি পদত্যাগ না করে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন না করেন তবে তাকে গৃহযুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
এ ছাড়া মুরসির পদত্যাগের পক্ষে দুই কোটিরও বেশি লোকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করে সরকার বিরোধীরা।
২০১১ সালে হোসনি মোবারকের পতনের পর সম্প্রতি আবারও উত্তাল হয়ে ওঠে কায়রোর তাহরির স্কয়ার। রোববার ঐতিহাসিক চত্বরটিতে হাজারো মানুষের সমাবেশ ডাকে সরকারবিরোধীরা।
উল্লেখ্য, গত বছর নির্বাচনের মাধ্যমে দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এক সময়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য মোহাম্মদ মুরসি।
কিন্তু মুসলিম ব্রাদারহুডের ক্ষমতাগ্রহণকে সহজভাবে নিতে পারেনি ধর্মনিরপেক্ষ বিরোধীদলগুলো। সরকার বিরোধীদের অভিযোগ অর্থনীতি নিয়ন্ত্রণ আর নিরাপত্তা সমস্যা কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন মুরসি।
বিক্ষোভ চলাকালে তাহরির স্কয়ারের ওপর দিয়ে সেনাবাহিনীর চারটি অ্যাপাচি হেলিকপ্টার ঘুরে গেছে বলে জানা গেছে। মুরসির পদত্যাগ ও আগাম নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারবিরোধীরা তাহরির স্কয়ার ছাড়বে না বলে জানিয়েছেন।
বিরোধীদের পদত্যাগের আলটিমেটামের জবাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর