ঢাকা: রাষ্ট্রপক্ষের আইনজীবীর গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পরে গ্রেফতার হয়েছেন মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বদিই। বৃহস্পতিবার মুরসি সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
লিবিয়ার সীমান্তবর্তী মারসা মাতরৌহ শহর থেকে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় । তবে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, তিনি দেশত্যাগের চেষ্টা করেছিলেন না।
বৃহস্পতিবার নতুন প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মনসুরের শপথ নেয়ার পর মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিই ও উপনেতা খয়রাত আল-শাতেরসহ তিনশ নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জানা যায়, আইন লঙ্ঘনসহ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com