ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, শনিবার ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প মেনতাওয়াই দ্বীপে আঘাত হেনেছে।
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৩৫ জন নিহত হওয়ার চার দিন পর ফের ভূমিকম্পের কবলে পড়ল ইন্দোনেশিয়া। চারদিন আগে আচেহ প্রদেশের ওই ভূমিকম্পে সাড়ে ৪ হাজার বাড়ি ও ভবন ধসে পড়ে।
শনিবারের ভূমিকম্পের উৎপত্তি হয় সুমাত্রা দ্বীপের বেংকুল থেকে ১২১ মাইল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলে।
প্রশান্ত মহাসারের ‘আগুন চক্রে’ (রিং অব ফায়ার) অবস্থান করায় ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পন প্রবণ দেশ।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৪টি দেশের ২ লাখ ৩০ হাজার জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com