ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমকামিতার দায়ে ইস্তফা মধ্যপ্রদেশের অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুলাই ৬, ২০১৩

ঢাকা: পরিচারকের অভিযোগের জেরে পদ থেকে সরে যেতে বাধ্য হলেন ভারতের মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী রাঘবজি’কে। ৮০ বছরের রাঘবজির বিরুদ্ধে ৩০ বছরের পরিচারক এনেছে সমকামিতার অভিযোগ ।

তবে রাঘবজি এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার।

শুক্রবার পরিচারকের সঙ্গে রাজবজির সমকামের একটি সিডিও ফাঁস হয়। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় রাজ্যে।

নির্যাতন আর সইতে না পেরে বিদিশা জেলার বাসিন্দা ওই পরিচারক থানায় রাঘবজির বিরুদ্ধে মামলাও করেছেন। তিনি লিখিত অভিযোগে বলেছেন, তিন বছর ধরে রাঘবজি থেকে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।

মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভোপালের পুলিশ সুপার জয়ন্ত সিং। তিনি বলেছেন, “তদন্ত শুরু হয়েছে। ”

সমকামিতার সিডিটি প্রকাশ পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির প্রবীণ নেতা রাঘবজিকে পদত্যাগ করার জন্য চাপ দেন।

রাঘবজির এ কাণ্ডে ক্ষুব্ধ তার দলের নেতা-কর্মীরা।

তবে পদত্যাগের ব্যাপারে নিজের ওপর দলের চাপ ছিল না বলে জানান রাঘবজি। তিনি বলেন, “আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি। ”
 
পরিচারকের অভিযোগ নিয়ে তিনি বলেন, “ওই তরুণ গত তিন-চার বছর ধরে আমার বাড়িতে কাজ করছেন। খুবই গরিব পরিবারের ছেলে। সবসময়ই ওদের সাহায্য করতাম। কোনওদিন এ ধরনের অভিযোগ করেনি। ”

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।