ঢাকা: মুসালি মোহাম্মদ আল-মুজামায়ির বয়স ৯২। বৃহস্পতিবার তিনি দ্বিতীয় বিয়ে করলেন।
বৃহস্পতিবার ২২ বছর বয়সী আল-জুবুরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৬ সন্তানের বাবা আল-মুজামায়ি।
নিজের বিয়ের জন্য দুই নাতির বিয়েও দফায় দফায় পিছিয়েছেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দাদুভাইয়ের সঙ্গে মিটিয়ে ফেললেন দ্বিতীয় বিয়ের মনবাসনা। নাতিদের সঙ্গে বিয়ে করতে পেরে মহাখুশি গুবান গ্রামের এ কৃষক।
তিনি বলেন, “নাতিদের সঙ্গে বিয়ে করতে পেরে আমি খুবই খুশি। মনে হচ্ছে আমি ২০ বছর বয়সী। ”
স্থানীয় ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে প্রায় চার ঘণ্টা নাচ, গানের মাধ্যমে মহা ধুমধামে তাদের এ বিয়ে হয়। ইরাকের রাজধানী বাগদাদের বাসিন্দা আল-মুজামায়ির দ্বিতীয় স্ত্রী হলেন আল-জুবুরি। বছর তিনেক আগে আল-মুজামায়ির ৫৮ বছর বয়সী স্ত্রী মারা যান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com