নয়াদিল্লি: দূর, অতিদূর- প্রায় একশো কোটি আলোকবর্ষ দূর থেকে আসছে বেতার সংকেত। অস্ট্রেলিয়ার ৬৪ মিটার ব্যাসের পার্ক রেডিও টেলিস্কোপে এই বেতার সংকেত ধরা পড়েছে বলে জানিয়েছেন একদল গবেষক।
ছয় বছর আগে অতি স্বল্পকালীন, চোখের পলক পড়ারও দশভাগের এক ভাগ কম সময় স্থায়ী এ রকম একটি বেতার সংকেত পাওয়ার খবর বেরোলেও তখন এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এ বার অতি শক্তিশালী বেতার দূরবীনে এ রকম চারটি সংকেত পাওয়ার পর এ ব্যাপারে নিঃসংশয় হন তারা।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব রেডিও অ্যাস্ট্রোনমি এবং অস্ট্রেলিয়া, ইতালি ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের নিয়ে গড়া গবেষকদলের এ আবিষ্কারের ব্যাপারে প্রতিবেদন ছাপা হয়েছে ‘সায়েন্স’ পত্রিকায়।
তবে এ বেতার সংকেতের উৎস ভিনগ্রহের বুদ্ধিমান জীব নয়, বরং একেবারেই মহাজাগতিক বলে আখ্যা দিলেন গবেষকদলের নেতা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যান থরটন। তার মতে, নিউট্রন নক্ষত্র অথবা ব্ল্যাক হোল থেকেই আসছে এ সংকেত।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর