ঢাকা: মিশরের সেনাবাহিনীকে প্রতিবছর দিয়ে আসা আর্থিক সহায়তা স্থগিত করতে ওবামা সরকারের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন।
সামরিক অভ্যুত্থানে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করায় তিনি মার্কিন সরকারের প্রতি এ আহবান জানান।
কংগ্রেসের ২০০৮ সালের নির্বাচনে ওবামার সঙ্গে প্রেসিডেন্ট পদে লড়াই করা ম্যাককেইন বলেন, “জনগণের ভোটকে প্রত্যাখ্যান করায় আমাদের উচিত মিশরীয় সেনাবাহিনীকে অর্থ সহায়তা দেওয়া স্থগিত করা। ”
তিনি বলেন, “অবাধ নির্বাচনে নির্বাচিত সরকার উৎখাতের পরও আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি, কিন্তু এ ধরনের একই ভুল আমরা আর করতে পারি না। ”
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা ও নতুন সংবিধান প্রণয়নের পথ রচনা করতে ওয়াশিংটনের দাবি জানানো উচিত বলেও মন্তব্য করেন ম্যাককেইন।
ম্যাককেইন বলেন, “এরপরই আমরা দেশটিকে অর্থ সহায়তা দেব কি দেব না তা ভেবে দেখবো। ”
উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ভূমধ্য সাগরীয় অঞ্চলের আফ্রিকান-আরব রাষ্ট্রটিকে প্রতিবছর একশ’ ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একশ’ ৩০ কোটি মার্কিন ডলারই খরচ হয় মিশরের সেনাবাহিনীর জন্য।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com