ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে ২৯ স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ৬, ২০১৩
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে ২৯ স্কুলছাত্র নিহত

ঢাকা: নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৯ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া স্কুলটির এক শিক্ষকও নিহত হয়েছেন।

গুলিবিদ্ধ হয়েছে অনেকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োবে রাজ্যের মামুদো শহরের সরকারি মাধ্যমিক স্কুলে এ হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

এই হামলায় নিজের দুই সন্তানের মৃতদেহ পাওয়ার পর চিৎকার করে কেঁদে ওঠেন কৃষক মালাম আবদুল্লাহি। তিনি শপথ করে বলেন, পাশের স্কুলে থাকা অন্য তিন সন্তানকে ঘরে ফিরিয়ে নেবেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, “গত মে মাসের মধ্য সময় থেকে সরকার উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করলেও স্কুলশিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ”

দেশটির প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী।

তবে কারা হামলা চালিয়েছে বা কী জন্য এ হামলা চালানো হয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে দেশটির স্কুল ও শিক্ষার্থীদের ওপর উদ্বেগজনক হারে হামলা বাড়িয়ে দিয়েছে চরমপন্থিরা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।