ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাবা-মার কাছে না গেলে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জুলাই ৬, ২০১৩
বাবা-মার কাছে না গেলে কারাদণ্ড

ঢাকা: আধুনিক যুগের ছেলে-মেয়েরা বড্ড ব্যস্ত। কর্মস্থল বা অন্য কারণে বাবা-মাকে ছেড়ে থাকছেন অন্য স্থানে।

তারা এতোটাই ব্যস্ত যে, বাবা-মাকে দেখতে যাওয়ার সময় তারা খুঁজে পান না।

কিন্তু এবার আর রেহাই নেই, দেখতে যেতে হবে বাবা-মাকে। না দেখতে গেলে দিতে হবে জরিমানা,  খেতে হবে লাল দালানের ভাত।

সম্প্রতি এমনই একটি আইন করেছে চীন। ‘এলডারলি রাইটস ল’ নামের ওই আইনে বলা হয়েছে, ‘আধ্যাত্মিক প্রয়োজনে’ বাবা-মায়ের ভরণপোষণ করা উচিত সন্তানদের। বৃদ্ধা বাবা-মায়ের একাকিত্ব কাটিয়ে তোলার জন্য নিয়মিত ‍তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।

আইনে বলা হয়েছে, “যারা বাবা-মার কাছ থেকে দূরে থাকেন তাদের প্রায়ই দেখতে যাওয়া উচিত। ”

মানবিক দিক থেকে আইনটি প্রশংসার যোগ্য হলেও চীনের হাজার হাজার নাগরিক এটি নিয়ে উপহাস করেছেন। আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা।

তবে আইনজীবীরা বলছেন, আইনটির প্রয়োগ করা কঠিন হলেও অসম্ভব নয়। বেইজিংয়ের কিং অ্যান্ড ক্যাপিটাল ল ফার্মের আইনজীবী ঝাং ইয়ান ফেং নতুন আইনকে ‘শিক্ষণীয় বার্তা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি ‍জানান, এই আইনের ভিত্তিতে যদি মামলা করা হয় তাহলে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান আসবে। যদি শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে ব্যক্তিকে মাসে নির্দিষ্ট সময় বাবা-মাকে দেখার জন্য বাড়িতে যেতে নির্দেশ দেবে আদালত। আর যদি ওই ব্যক্তি আদালতের নির্দেশের অবাধ্য হন তাহলে তার জেল-জরিমানা হবে। ”

চীনের সরকারি হিসাবে, ২০১০ সালে ৬০ বছরের বেশি নাগরিকের সংখ্যা ১৭ কোটি ৮০ লাখ। ২০৩০ এ সংখ্যা দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃদ্ধদের প্রতি উদাসীন ব্যবহারের কারণে চীনের গণমাধ্যমগুলো ফলাও করে খবর প্রকাশ করছে। সম্প্রতি চীনের জিয়াংগু প্রদেশের একটি ঘটনা চীনাদের নাড়া দেয়।

৯১ বছর বয়সী এক বৃদ্ধা তার নাতনির কাছে এক তালা ভাত চাওয়ায় মারপিটের শিকার হন। এমনকি তাকে বাড়ি থেকেও বের করে দেয়া হয়।

এ ঘটনার দুদিন পর অনলাইনে একই প্রদেশের আরও একটি ঘটনার কথা প্রকাশিত হয়। অনলাইনের ওইসব খবরে বলা হয়,  প্রদেশের কৃষকরা তাদের ১০০ বছরের বৃদ্ধাদের শূকরের কক্ষে রাখেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।