নয়াদিল্লি: আগামী ১০ বছরের মধ্যে ভারতের সীমান্ত নিরাপত্তায় থাকবে যন্ত্র সেনা। মানব সেনার চিহ্ন থাকবে এলওসিতে।
কয়েকমাস আগেই রোবট সেনা তৈরির গবেষণায় নেমেছিলেন ডিআরডিওর বিজ্ঞানীরা। অল্প সময়ের মধ্যেই নিজেদের গবেষণায় আশার আলো দেখতে পাচ্ছেন তারা।
ডিআরডিওর প্রধান অভিনাশ চন্দর বললেন,‘আমাদের গবেষণা ঠিক পথে এগোচ্ছে। এরকম চললে, রোবট সেনা ২০২৩ সালের মধ্যে ভারতে আসবে। ’
সীমান্তের নিরাপত্তায় বা নোম্যানস জোন ল্যান্ডে রোবট সেনাদের পাঠানো হবে। এ বিশেষ যন্ত্র সেনাকে নিয়ন্ত্রণে রাখবে মানব সেনারাই। এর ফলে সেনারা প্রাণক্ষয় না করেই যে কোন রকম বিস্ফোরকের সন্ধান জানতে পারবে।
ভারতের সীমান্ত নিরাপত্তা দিতে গিয়েই বেশিরভাগ ভারতীয় সেনা মারা যান। তাই সীমান্তে রোবট সেনা নিয়োগের বিষয়ে সদর্থক ডিআরডিও।
ডিআরডিওর দাবি, শুধু যুদ্ধই নয় ভারতের শিল্পায়নেও রোবট কার্যকরী হতে পারে। ভারতের নয়া শিল্পবিপ্লব শুরু হতে পারে রোবট সেনার হাত ধরে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com