ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ‘২৩ সালে আসছে রোবট সেনা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুলাই ৬, ২০১৩
ভারতে ‘২৩ সালে আসছে রোবট সেনা

নয়াদিল্লি: আগামী ১০ বছরের মধ্যে ভারতের সীমান্ত নিরাপত্তায় থাকবে যন্ত্র সেনা। মানব সেনার চিহ্ন থাকবে এলওসিতে।

এমনই দাবি করেছে, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র ডিআরডিও।

কয়েকমাস আগেই রোবট সেনা তৈরির গবেষণায় নেমেছিলেন ডিআরডিওর বিজ্ঞানীরা। অল্প সময়ের মধ্যেই নিজেদের গবেষণায় আশার আলো দেখতে পাচ্ছেন তারা।

ডিআরডিওর প্রধান অভিনাশ চন্দর বললেন,‘আমাদের গবেষণা ঠিক পথে এগোচ্ছে। এরকম চললে, রোবট সেনা ২০২৩ সালের মধ্যে ভারতে আসবে। ’

সীমান্তের নিরাপত্তায় বা নোম্যানস জোন ল্যান্ডে রোবট সেনাদের পাঠানো হবে। এ বিশেষ যন্ত্র সেনাকে নিয়ন্ত্রণে রাখবে মানব সেনারাই। এর ফলে সেনারা প্রাণক্ষয় না করেই যে কোন রকম বিস্ফোরকের সন্ধান জানতে পারবে।

ভারতের সীমান্ত নিরাপত্তা দিতে গিয়েই বেশিরভাগ ভারতীয় সেনা মারা যান। তাই সীমান্তে রোবট সেনা নিয়োগের বিষয়ে সদর্থক ডিআরডিও।

ডিআরডিওর দাবি, শুধু যুদ্ধই নয় ভারতের শিল্পায়নেও রোবট কার্যকরী হতে পারে। ভারতের নয়া শিল্পবিপ্লব শুরু হতে পারে রোবট সেনার হাত ধরে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।