আগরতলা (ত্রিপুরা): তিন দশক পর বেড়ে গেল রাজধানী আগরতলায় সম্পদ কর। সাত শতাংশ থেকে বাড়িয়ে সম্পদ কর করা হল বারো শতাংশ।
আগরতলা পৌর পরিষদের সদ্য শেষ হওয়া বৈঠকে কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে আগরতলা পৌর পরিষদের চেয়ারম্যান প্রফুল্লজিত সিনহা জানান, পৌর পরিষদের ব্যয় বেড়েছে। অতিরিক্ত ব্যয় মেটাতেই কর বসান হচ্ছে। কর বসানো ছাড়া আর কোন উপায় ছিল না। আগরতলা পৌর এলাকায় তিন দশক পর সম্পদ কর বাড়ানো হচ্ছে।
পৌর বাজেটে কর না বাড়িয়ে পরে কেন বাড়ানো হল সে ব্যপারে মুখ খুলতে চান নি চেয়ারম্যান। তিনি এ প্রসঙ্গটি এড়িয়ে যান। তবে এ ব্যপারে সরব হয়েছেন বিরোধীরা।
তাদের বক্তব্য, মানুষকে বোকা বানাতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেটে কর না বাড়িয়ে পৌর কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে তাদের জনদরদী চরিত্র তুলে ধরেছি। যা কার্যত ছিল প্রতারণা। তাদের ঘুর পথে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে তাই প্রমানিত হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com