ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রমজানে ভোট নিয়ে কমিশনকে তুলোধোনা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জুলাই ৬, ২০১৩
রমজানে ভোট নিয়ে কমিশনকে তুলোধোনা

কলকাতা: রমজান ভোট নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনকে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জনসভায় এ সমালোচনা করা হয়।



রমজানে ভোটে আপত্তি জানিয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
    
এদিকে আগামী ১১ জুলাই থেকে শুরু হওয়া পঞ্চায়েত প্রচারে বেড়িয়ে এদিন রমজানে ভোট হওয়ার জন্য কমিশনকেই দায়ী করলেন তৃণমূল নেত্রী। মমতা কমিশনকে আক্রমণ করে এর বিরুদ্ধে তিনি গণতান্ত্রিক পথে বদলা নেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান।
    
রাজ্যের বিরোধীরা অবশ্য রমজানে ভোটের জন্য এ দিন ফের রাজ্য সরকারকেই দায়ী করেছে। তারাও পাল্টা আক্রমণ করেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিপিএম নেতা ও সাবেক সাংসদ মহম্মদ সেলিম বলেন, মুখ্যমন্ত্রী আর তাঁর দল কখন কী বলছে, তা নিজেদের কাছেই পরিষ্কার নয়।

উনি বললেন, বদলা নয়, বদল চাই এখন নিজেই কমিশনের বিরুদ্ধে বদলা নেবেন বলছেন। প্রথম থেকে রাজ্য সরকার টালবাহানা না করলে তো ভোট রমজান অবধি গড়াতই না ! মুখ্যমন্ত্রীর জেদের জন্যই এটা হল।
    
এদিকে কংগ্রেস নেতা আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীকে উন্মাদগ্রস্ত বলে কটাক্ষ করে বলেন, উনি নিজে মিথ্যাবাদী হতে পারেন, রাজ্যের মানুষ তো সব দেখেছেন ভোটের জন্য দেরি হল তো তার জন্যই কমিশনের মত মেনে নিলে মে মাসেই তো ভোট হয়ে যেত।
    
কমিশনের পাশাপাশি এ দিন বিরোধীদেরও একহাত নেন তৃণমূলনেত্রী। বলেন, যে ভাবে রাজ্যে গণতন্ত্রের নামে ছিনিমিনি খেলা হল, সেটা নজির হয়ে থাকল। অন্য জায়গাতে এটা প্রয়োগ হবে।
    
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ৩১ জুলাইয়ের মধ্যে বাজেট পাস করাতে হবে বলেই ইচ্ছে করে ২৯ জুলাই ভোট গোনার দিন ঠিক করা হয়েছে।

রমজান বিতর্ক ঘিরে গত ক’দিন ধরেই রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে।

বাংলাদেশ সময় : ২০৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।