ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এল বারাদি মিশরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, জুলাই ৭, ২০১৩
এল বারাদি মিশরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতিসংঘ পরমাণু সংস্থার সাবেক নির্বাহী ও বিরোধী নেতা মোহাম্মদ এল বারাদিকে মিশরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এ তথ্য জানিয়েছে।



মাত্র তিনদিন আগে সেনা হস্তক্ষেপের মধ্য দিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক বছরের শাসনামলের অবসান ঘটে। মুরসির পতনের পর কায়রোসহ মিশরের রাজপথ ব্রাদারহুড সমর্থকদের দখলে থাকায় দেশটিতে পাল্টা সেনা অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়ে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেয় সেনা কর্তৃপক্ষ।

ব্রাদারহুড সমর্থকদের বিক্ষোভের মুখে সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তারা  মুরসিকে স্বপদে বহাল রাখতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চাপ দিচ্ছেন এমন খবর উড়িয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, “এ ধরনের খবর কেবলই গুজব। এসব মিথ্যা খবর সশস্ত্র বাহিনীর মধ্যে বিভক্তি বাড়ানো ও সেনাবাহিনীর ঐক্যে ফাটল ধরানোর জন্য ছড়ানো হচ্ছে। ”

সেনা কর্তৃপক্ষ অস্বীকার করলেও পাল্টা অভ্যুত্থানের গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন না দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের ধারণা, আর যাই হোক একজন গণতান্ত্রিক প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় কিছুটা হলেও সেনাবাহিনীর মধ্যকার বোঝাপড়ার ঘাটতি দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিসরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমানে তিনি সেনা কর্তৃপক্ষের কাছে গৃহবন্দি আছেন।

তার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে মিশরে চলমান সহিংসতায় অন্তত ৩০ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
এটি/এমএমএস/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।