ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় তেলবাহী ট্রেন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, জুলাই ৭, ২০১৩
কানাডায় তেলবাহী ট্রেন বিস্ফোরণ

ঢাকা: কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়ল থেকে ১৫৫ কিলোমিটার পূর্বে লাক-মিগানটিকে একটি পরিশোধিত তেলবাহী চালকবিহীন ট্রেনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় এক হাজার মানুষকে ওই স্থান থেকে জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে।



বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা ও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ১২০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ চালিয়ে যাচ্ছেন।

এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ৬০ জন মানুষ নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।