ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জুলাই ৭, ২০১৩
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু

কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের জন্য রোববার এসে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভোটের জন্য ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে।



কেন্দ্রীয় বাহিনীতে আছে- বিএসএফ, সিআরপিএফ ও সিআইএসএফ জওয়ানরা। ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটের জন্য প্রয়োজন একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি কুড়ি কোম্পানি দেওয়া হবে জঙ্গলমহল থেকে।
    
উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোটে এই বাহিনীকে কাজে লাগানো হবে। তৃতীয় ও চতুর্থ দফার ভোটের জন্য ভারতের অন্যান্য রাজ্যে থেকে বাহিনী আনা হবে বলে কলকাতার মহাকরণ সূত্রে জানা গিয়েছে।
    
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে প্রথম দফায় ভোট হবে আগামী ১১ জুলাই। ওই দিন ভোট হবে রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। ১৫ জুলাই দ্বিতীয় দফার ভোট হবে পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলীতে।

বাংলাদেশ সময় : ১২০৯ ঘণ্টা, জুলাই  ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।