ঢাকা: এবার ধারাবাহিক বিস্ফোরণে কেপে উঠল বিহারের বুদ্ধগয়া। রোববার ভোরে বুদ্ধগয়ার বিখ্যাত মহাবোধি মন্দির কেঁপে উঠল পরপর নটি বিস্ফোরণে।
ধারাবাহিক এই বিস্ফোরণ পাঁচজনের আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বৌদ্ধ সন্ন্যাসি আছেন। তবে মূল মন্দির ও বোধিবৃক্ষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছেন।
মন্দিরের ভিতর ও বাইরে এই বিস্ফোরণগুলি ঘটেছে। এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তের পর অনুমান এই সন্ত্রাসবাদী আক্রমণের পিছনে আছে ইন্ডিয়ান মুজাহিদিন।
প্রথম বিস্ফোরণটি ঘটে বোধিবৃক্ষের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে মন্দিরের কাছে অ্যাম্বুলেন্সে। এরপরই বিস্ফোরণ হল মূল মন্দিরে। চতুর্থ বিস্ফোরণটি ঘটে তারাদেবী ও কর্মপা মন্দিরে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, স্বরাষ্ট্রসচিব, ডিজি বুদ্ধগয়ার উদ্দেশ্য রওনা হয়েছেন। কলকাতা থেকে ঘটনাস্থলের দিকে গিয়েছে এনআইএর টিম।
পাটনা থেকে রওনা দিয়েছে ফরেন্সিক দল। দু মাসে আগেই এই মন্দিরে সন্ত্রাসবাদী হামলার খবর ছিল বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের কারণ খুঁজে দেখার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময় : ১২২১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: এসএস