কলকাতা: কলকাতায় জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা। আনার হুসেন মল্লিক নামে ওই ব্যক্তিকে রোববার দুপুরে কলকাতার বিবাদী বাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বিস্ফোরক সরবরাহ করত গ্রেফতারকৃত ওই ব্যক্তি। তবে কোন সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তা জানতে ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুণে বিস্ফোরণের সঙ্গে আনারের যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com