ঢাকা: ভারতের তীর্থস্থান বুদ্ধ গয়ায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে মহাবুদ্ধ টেম্পল কমপ্লেক্সে পরপর নয়টি বিস্ফোরণ হয়েছে।
ভারতের বিহারের রাজ্যের রাজধানী পাটনা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণের ওই টেম্পলের ভেতরে রোববার ভোর সাড়ে ৫টার দিকে হামলা হয় বলে এনডিটিভি জানিয়েছে। পরবর্তী আধা ঘণ্টার মধ্যেই বাকি বিস্ফোরণ ঘটে।
বুদ্ধ গয়ার বিস্ফোরণ সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিল গোস্বামী।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বৌদ্ধ ধর্মালম্বলীদের বিশ্ববিখ্যাত এ তীর্থস্থান রক্ষায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) মোতায়েনের দাবি জানিয়েছেন।
এ হামলার পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। নিতিশ কুমার জানান, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করবে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম,নিউজরুম এডিটর-eic@banglanews24.com