ঢাকা: মিশর থেকে জর্ডানের প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববারের এ বিস্ফোরণের কথা জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীরা।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পাঁচদিনের মাথায় সিনাই উপদ্বীপের ভেতরে দিয়ে যাওয়া পাইপলাইনটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। সিনাইয়ে আল-কায়েদার ঘাঁটি উৎখাত করতে সম্প্রতি পুলিশ ও সেনাসদস্যরা অভিযান চালায়।
তবে এ হামলা কে বা কারা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ পর্যন্ত কেউ এ হামলা দায়ও স্বীকার করেনি।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অস্থিতিশীল হয়ে উঠে সিনাই। বুধবার মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তা আরও অস্থিতিশীল হয়ে উঠে। শুক্রবার সিনাইয়ের নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। শনিবারও পাঁচটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়।
দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করায় মিশর এখন টালমাটাল অবস্থায়। বিক্ষোভ আর সহিংসতা অব্যাহত রয়েছে। সহিংসতায় প্রায় ৪০ জনের নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com