কলকাতা: উত্তরবঙ্গের জেলাগুলোতে গত শুক্রবার থেকেই বৃষ্টি হয়েছে। ফলে পানি বেড়ে গেছে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে।
মালদহ জেলায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টি না হলেও উৎসমুখে বৃষ্টির জেরে জেলার উপর দিয়ে প্রবাহিত গঙ্গা, ফুলহার ও মহানন্দা নদীর পানি বাড়ছে।
ইংলিশবাজার শহরের উত্তর ও দক্ষিণ বালুচর এলাকায় নদীর পাড়ের বেশকিছু বাড়িতে পানি ঢুকে গেছে। কিছু পরিবারকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
সেচ দফতর সূত্রে জানা গেছে, শনিবার রাত পর্যন্ত ২৩.৮ মিটার, ফুলহার ২৫.১৪ মিটার ও মহানন্দা ১৭.৯৮ মিটার উচ্চতায় পানি বইছে। তিনটি নদীর পানিই বাড়ছে। পানি বেড়ে গেছে শিলিগুড়ির মহানন্দাতেও।
ভূটান পাহাড়ে ও সমতলে ভারী বৃষ্টির জেরে আলিপুরদুয়ার মহকুমার ছোটবড় সব নদীর পানি বেড়ে গিয়েছে। সেচ দফতর কুমারগ্রামের রায়ডাক-১ ও আলিপুরদুয়ারে কালজানি নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে।
দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৩১, হাসিমারায় ৬৮.৪০ ও বানারহাটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় মহকুমায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com