ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের নির্বাচনে অংশ নিতে পারবে মুসলিম ব্রাদারহুড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জুলাই ৭, ২০১৩
মিশরের নির্বাচনে অংশ নিতে পারবে মুসলিম ব্রাদারহুড

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল নতুন নির্বাচনে অংশ নিতে পারবে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। শনিবার অন্তর্বর্তী প্রেসিডেন্টের মুখপাত্র জানান, নতুন নির্বাচনে অংশ নিতে পারবে মুসলিম ব্রাদারহুড মুভমেন্ট।

বুধবার মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশব্যাপী আন্দোলন করছে মুসলিম ব্রাদারহুড। মুরসিকে পুনর্বহালের দাবিতে আন্দোলনকে তীব্র করারও হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরের দিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ‍নিয়োগ পান সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মোহাম্মদ মনসুর।

নতুন রাষ্ট্রপ্রধানের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা হবে বলে বুধবার মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণায় বলেছিলেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। জাতিকে নতুন নির্বাচন দেওয়ার রোডম্যাপ তৈরির দায়িত্ব নিলেও কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি সেনাবাহিনী।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মোহাম্মদ মনসুর জানান, দেশের সংবিধান ও আইনের প্রতি সম্মান প্রদর্শন ও জনগণের অধিকার রক্ষা করবেন তিনি। নতুন নির্বাচনের আয়োজনই তার প্রধান কাজ।

কিন্তু নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ এবং মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের ধরপাকড়ের ঘটনার পর আশঙ্কা সৃষ্টি হয় যে,  দলটিকে নির্বাচনে অংশ নিতে দেবে না সেনাসমর্থিত প্রেসিডেন্ট। মুসলিম ব্রাদারহুডের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া‍না জারি কর‍া হয়েছে। ইতোমধ্যে দলটির প্রধান ও উপপ্রধানকে গ্রেফতার করা হয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, “আমরা প্রত্যেকের প্রতি আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকে আমাদের জাতির অংশ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনসহ সবধরনের নির্বাচনে লড়ার প্রচুর সুযোগ রয়েছে মুসলিম ব্রাদারহুডের। ”

এদিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ এল-বারাদির নিয়োগ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে প্রেসিডেন্টের কার্যালয়ে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক এ প্রধান।

মুরসিকে সরানোর আন্দোলনের প্রধান ভূমিকা পালনকারী জাতীয় ঐক্য ফ্রন্টের (ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট) একটি শরিকের আপত্তির মুখে আটকে গেছে এল-বারাদির নিয়োগ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।