আগরতলা (ত্রিপুরা): পুর কর ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে কংগ্রেস। রোববার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, “রাজ্যে একটি জনবিরোধী সরকার চলছে। এ সরকার মানুষের স্বার্থের বিপক্ষে প্রতিটি নীতি নিয়ে চলছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো ছাড়া আর অন্য কোন পথ নেই।
তিন দশক পর রাজধানী আগরতলায় বেড়ে গেছে সম্পদ কর। সাত শতাংশ থেকে বাড়িয়ে সম্পদ কর করা হয়েছে বারো শতাংশ। যদিও দিন কয়েক আগেই আগরতলা পুর পরিষদ করহীন বাৎসরিক বাজেট পেশ করেছিলো। আর বাজেট পেশের দিন কয়েকের মধ্যেই সম্পদ কর বাড়িয়ে দেয়া হল পাঁচ শতাংশ। ”
এদিকে সম্প্রতি ত্রিপুরায় বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে ২৪ শতাংশ। তাও বিগত তিন মাসের বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে গড়ে প্রায় এক টাকা করে।
এ সব ব্যাপারে সরব হয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, মানুষকে বোকা বানাতেই এ ধরনের সিদ্ধান্ত। পুর সভার বাজেটে কর না বাড়িয়ে পুর কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে তাদের জনদরদী হিসাবে তুলে ধরেছিল। যা কার্যত ছিল প্রতারণা। তাদের ঘুর পথে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে তাই প্রমাণিত।
তেমনি গ্যাসের দাম বৃদ্ধির বাহানা তুলে এক লাফে ২৪ শতাংশ বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে সরকার।
কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, “একতরফাভাবে সাধারণ মানুষের কথা চিন্তা না করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়া ছাড়া আর কোন রাস্তা নেই। ”
কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনের কথা বলা হলেও কি পদক্ষেপ নেয়া হবে সে ব্যাপারে মুখ খোলা হয়নি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর