ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় পর্যটন মেলার সেরা আকর্ষণ একুশে ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, জুলাই ৭, ২০১৩
কলকাতায় পর্যটন মেলার সেরা আকর্ষণ একুশে ফেব্রুয়ারি

কলকাতা: ভারতের সবচেয়ে বড় পর্যটন মেলা অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। এ পর্যটন শিল্প মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করলেও অবশ্য পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করেনি।

শুক্রবার থেকে শুরু হওয়া এ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শেষ হয় রোববার।

মেলায় আসা কলকাতার বাঙালিরা বাংলাদেশের কক্সবাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম ঘুরতে বেশি আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব ডঃ নাজমানারা খানম। পাশাপাশি বাংলাদেশের পহেলা বৈশাখ ও একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান দেখতে যাওয়ার আগ্রহও দেখিয়েছেন বহু ভারতীয়।

ডেনমার্ক, তুর্কি সাম্রাজ্যের স্থাপত্য, থাইল্যান্ড ও ফিনল্যান্ডের সি বিচ আর দুবাইয়ের ইমারতি স্থাপত্য ছেড়ে বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকত, ঢাকার একুশে ফেব্রুয়ারি কলকাতায় পর্যটন শিল্প মেলায় সবার আকর্ষণ কেড়েছে।

পর্যটন শিল্প মেলায় ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, থাইল্যান্ড, দুবাই ও তুরস্ক অংশগ্রহণ করেছে। মেলায় বাংলাদেশের ১১টি পর্যটন সংস্থা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।