ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আলাস্কায় এয়ার ট্যাক্সি বিধ্বস্ত হয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, জুলাই ৮, ২০১৩
আলাস্কায় এয়ার ট্যাক্সি বিধ্বস্ত হয়ে নিহত ১০

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে একটি এয়ার ট্যাক্সি বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। উড্ডয়নের পরপরই এয়ার ট্যাক্সিটি বিধ্বস্ত হয়।



রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, আলাস্কার সলদতনা বিমানবন্দর থেকে এয়ার ট্যাক্সিটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে এয়ার ট্যাক্সিতে থাকা ১০জনই নিহত হয়েছেন।

বিধ্বস্ত হওয়ার পর এয়ার ট্যাক্সিটির আশপাশে কালো ধোঁয়ায় ছেঁয়ে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে রাজ্যের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।