ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে হোটেল ভবন ধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, জুলাই ৮, ২০১৩
অন্ধ্রপ্রদেশে হোটেল ভবন ধসে নিহত ১২

ঢাকা: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্ধ্রপ্রদেশে একটি পুরনো হোটেল ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।

ধ্বংসস্তুপে বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সোমবার সকাল সাড়ে ছ’টার দিকে প্রদেশের সেকনদরাবাদ শহরের আর পি রোডে ইরানিয়ান সিটি লাইট হোটেলের তিনতলা ভবনটি ধ্বসে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, দমকল বাহিনী এবং সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহত্তর হায়দরাবাদ শহরের কমিশনার কৃষ্ণ বাবু সংবাদ মাধ্যমকে বলেন, এই এলাকায় বহু বাড়িই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এসব বাড়ির মালিকদের নোটিশ জারি করা হয়েছে। এই হোটেলটিও সে তালিকায় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এটি/সম্পাদনা: জনি সাহা ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।