নয়াদিল্লি: সীমান্তে এবার থেকে নারী অফিসার নিয়োগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ। নিছক অলংকারিক কোনও পদে নয়।
নারী-পুরুষ সমতার পথে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিজ্ঞজনেরা।
এর আগে কমব্যাট অফিসার হিসেবে মহিলাদের অন্য দুই কেন্দ্রীয় বাহিনী- সিআরপিএফ এবং সিআরএসএফ-এ নিয়োগ করা হয়েছে। এবার সেটির সঙ্গে যুক্ত হল বিএসএফ।
২৫ বছর বয়স অবধি মহিলারা সরাসরি অ্যাসিসটেন্ট কম্যান্ডেন্ট পদে যোগ দিতে পারবেন এবার থেকে। প্রশিক্ষণের পর তাঁদের পাকিস্তান ও বাংলাদেশের মতো সংবেদনশীল সীমান্তে দায়িত্ব দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
শুধু তাই নয়, সেখানে বিএসএফ-এর জওয়ানদের নেতৃত্বও দেবেন তাঁরা। এর আগে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মহিলাদের গুরু দায়িত্ব দেওয়া হলেও এই প্রথম সীমান্ত রক্ষার দায়িত্ব পাবেন তারা। বর্তমানে মহিলারা যে ভাবে সমাজের সর্ব স্তরে গুরুত্বপূর্ণ পদে আসীন, সেই ধারাকেই অব্যাহত রাখতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক, এমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। আগামী বছরের প্রথমার্ধে সীমান্তে বিএসএফ বাহিনীর পুরোভাগে নারীদের দেখা যাবে।
বাংলাদেশ সময় : ১২২৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস