ঢাকা: কায়রোয় ফের মুরসি সমর্থকদের ক্যাম্পে গুলি চালিয়েছে সেনাবাহিনী। সোমবার সকালের এ হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এক সময়ের নিষিদ্ধঘোষিত সংগঠন ব্রাদারহুডের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, প্রেসিডেন্ট মুরসিকে যেখানে বন্দি রাখা হয়েছে তার বাইরে বিক্ষোভকালে মুরসি সমর্থকদের ওপর গুলি চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সেনা অভ্যুত্থানে মুরসির ক্ষমতাচ্যুতির পর এ নিয়ে নিহতের সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেল।
ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির মুখপাত্র মুরাদ আলী বলেন, সোমবার সকালে রিপাবলিকান গার্ডের সদরদপ্তরের বাইরে মুরসি সমর্থকদের ক্যাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, “একদল সন্ত্রাসী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা করার চেষ্টা করে। এ সময় একজন সেনা কর্মকর্তা নিহত ও ৪০ জন আহত হয়েছে। ”
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এবং মুরসিকে স্বপদে বহাল করার দাবিতে এখন রাজধানী কায়রোসহ মিশরজুড়ে বিক্ষোভ করছে মুসলিম ব্রাদারহুড ও মুরসি সমর্থকরা।
তবে মুসলিম ব্রাদারহুডের এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচনে অংশ নিতে পারবে মুরসির দল ব্রাদারহুড।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com