ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘গণজাগরণের ডাক’ মুসলিম ব্রাদারহুডের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জুলাই ৮, ২০১৩
‘গণজাগরণের ডাক’ মুসলিম ব্রাদারহুডের

ঢাকা: মিশরে ‘গণজাগরণের ডাক’ দিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

সোমবার সকালে এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “ট্যাঙ্ক’র সঙ্গে মিলে যারা বিপ্লব ছিনতাই করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে গণজাগরণের ডাক দিচ্ছে মিশরের জনগণ।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার সকালে রিপাবলিকান গার্ড সদরদপ্তরের কাছে সেনাবাহিনীর গুলিতে ৪২ মুরসি সমর্থক নিহত হওয়ার পর এ গণজাগরণের ডাক দেয় ব্রাদারহুড।

গত সপ্তাহের সেনা অভ্যুত্থানের পর সংগঠিত ‘গণহত্যা’ বন্ধ করতে এবং আরব অঞ্চলে নতুন সিরিয়ার জন্ম যাতে না হয় সে জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবানও জানায় ব্রাদারহুড।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজধানীর রিপাবলিকান গার্ড সদরদপ্তরের কাছে মুরসি সমর্থকদের ক্যাম্পে গুলি চালায় সেনাবাহিনী। এতে ৪২ জন নিহত ও বহুসংখ্যক লোক আহত হয়।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ‘একদল সন্ত্রাসী’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলার চেষ্টা চালালে পদক্ষেপ নেয় সেনাবাহিনী। ‘সন্ত্রাসীদের’ হামলায় এক সেনা কর্মকর্তা নিহত ও ৪০ জন আহত হয়েছে বলেও দাবি করে সেনাবাহিনী।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, রিপাবলিকান গার্ড দপ্তরের ঘটনার পর তাহরির স্কয়ারসহ রাজধানী ও সারা মিশরজুড়ে বিপুল পরিমাণ সেনাটহল ও ট্যাংক মোতায়েন বাড়ানো হয়েছে।

এ দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুরসির ক্ষমতাচ্যুতিকে স্বাগত জানানো আল নূর পার্টি সোমবারের ‘গণহত্যা’র পর অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।