ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় জ্যোতি বসুর জন্মদিন পালন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুলাই ৮, ২০১৩
ত্রিপুরায় জ্যোতি বসুর জন্মদিন পালন

আগরতলা (ত্রিপুরা):  বেঁচে থাকলে আজ তিনি পা দিতেন একশ’ বছরে। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী।

আর কেউ নন, তিনি কমরেড জ্যোতি বসু। আজ তার একশতম জন্ম দিন।

তার দল সি পি আই (এম) তার জন্মদিনটি পালন করছে বেশ ধুমধামের সাথে। ত্রিপুরাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রবাদপ্রতিম এই রাজনৈতিক নেতা স্মরণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

কমিউনিস্ট পার্টিতে হাতে গোনা কয়েকজনের জন্মদিন পালন করার রেওয়াজ আছে। জন্মদিন পালন করার বিষয়ে উৎসাহী নয় দল। কিন্তু জ্যোতি বসুর কথা আলাদা। ভারতীয় রাজনীতিতে কমিউনিস্টদের প্রধান আইকন। প্রচারের ক্ষেত্রে প্রধান মুখ। ফলে তার জন্মদিন পালন হবে না তা কি হতে পারে?

অবশ্য তিনি বেঁচে থাকতেই তার জন্মদিন পালন করতেন তার অন্ধভক্ত সুভাষ চক্রবর্তী, রমলা চক্রবর্তীসহ আরও বেশ কয়েকজন। কিন্তু তখন পার্টি এ ব্যাপারে বেশি আগ্রহ দেখায়নি। বরং অনেকে পেছনে এভাবে জন্মদিন পালন করা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিউনিস্ট নৈতিকতার দোহাই দিয়েছেন। কিন্তু আজ যখন তিনি নেই, তখন পার্টি নিজেই উদ্যোগ নিয়েছে তার জন্মদিন পালন করার।

এদিন সকালে ত্রিপুরায় সি পি আই (এম)’র সব ক’টি দলীয় অফিসে জ্যোতি বসুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তোলা হয় পারতির রক্ত পতাকা। এমনকি পার্টির সব অঙ্গ সংগঠনের অফিসে তাকে স্মরণ করা হয় এদিন সকালেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নেতাকে স্মরণ করে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। আগামী এক বছর বিভিন্ন কর্মসূচি চলবে বলে জানিয়েছে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটি।
পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির মুখপ‍ত্রে জ্যোতি বসুকে নিয়ে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।