ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অভিবাসন ব্যয় কমাতে বাংলাদেশ সরকার আন্তরিক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুলাই ৮, ২০১৩
অভিবাসন ব্যয় কমাতে বাংলাদেশ সরকার আন্তরিক

জেদ্দা: সৌদি শ্রম মন্ত্রী আদেল ফাকিহ’র সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রোববার বিকেলে জেদ্দায় বৈঠকে অভিবাসন ব্যয় কমাতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সৌদি শ্রম মন্ত্রীকে আশ্বস্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।



বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বাংলাদেশের জন্য আরও সুখবর অপেক্ষা করছে।

তিনি জানান, বাংলাদেশ থেকে জনশক্তি আনার বিষয় পর্যবেক্ষণের জন্য ইতোপূর্বে আট সদস্যের সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সফর শেষে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া শ্রমিকদের বৈধ করনের সময় বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার এবং প্রবাসী কল্যাণমন্ত্রীর পক্ষ থেকে সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদকে ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানান খন্দকার মোশাররফ হোসেন।

সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রফতানির বিষয়ে খুব শীঘ্রই একটি চুক্তি সম্পাদিত হবে বলেও বাংলানিউজকে জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

তিনি জানান, দু’দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই বৈঠক একটি মাইলফলক হিসাবে কাজ করবে।

এছাড়াও দু’দেশের বাণিজ্য এবং আর্থসামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়।  

বৈঠকে সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামসহ দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর মহা পরিচালক বেগম শামসুন নাহার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক সুলতানা লাইলা হোসাইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রী ব্যক্তিগত সচিব মোহাম্মদ ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এমএএ/সম্পাদনা: মীর সানজিদা আলম,  নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।