কলকাতা: কলকাতায় বসছে প্রথম আন্তর্জাতিক বাংলা নাট্য উৎসবের আসর। ১৫-২৪ জুলাই প্রাচ্য আয়োজিত এ উৎসবে বাংলাদেশের ঢাকা, যশোর, চট্টগ্রাম থেকে যেমন নাট্যদল থাকছে, তেমনি থাকছে ভারতের এলাহাবাদ, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু থেকেও।
উৎসব হবে কলকাতার বেলঘরিয়ায় কামারহাটি নজরুল মঞ্চে। বেলঘরিয়ারই মানুষ পানু পাল। পোশাকি নাম পূর্ণেন্দু পাল। দিন কেটেছে তার অবিভক্ত কমিউনিস্ট পার্টির ছত্রচ্ছায়ায়। পথনাটকের পুরোধা ছিলেন তিনি।
তাকেই উৎসর্গ করা এ-উৎসব শাহবাগ আন্দোলনের সমর্থনেও বটে। দুই বাংলার মিলনবিন্দু বলে উদ্বোধনে গাইবেন বাংলাদেশের শিল্পীরাও।
ঢাকার নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সে দিন সন্ধ্যায় ‘প্রথম প্রাচ্য সম্মান’ তুলে দেবেন পশ্চিমবঙ্গের রুদ্রপ্রসাদ সেনগুপ্তের হাতে। উৎসব চলাকালীন থাকবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও শিল্প নিয়ে একটি প্রদর্শনীও। যার সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর