ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুলিশের গুলিতে নিহত ৬ মাওবাদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুলাই ৮, ২০১৩
পুলিশের গুলিতে নিহত ৬ মাওবাদী

নয়াদিল্লি: নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে লড়াইয়ে রোববার রাতে মহরাষ্ট্রের গড়িচিরোলির এটাপল্লির ঘন জঙ্গলে প্রাণ হারাল ছয় মাওবাদী। বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তের এ জঙ্গলে চিরুণি তল্লাশি অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী।



চারদিক থেকে ঘিরে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা গভীর জঙ্গলে ঢুকে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাওবাদীরা। পরে জওয়ানদের পাল্টা গুলিতে মারা যায় ছয় মাও-সদস্য। তাদের মৃতদেহ উদ্ধার করে জঙ্গলের বাইরে নিয়ে আসে জওয়ানরা। এখনও পর্যন্ত মৃতদের পরিচয়  জানা যায়নি।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের ব্যবহৃত বেশ কিছু অস্ত্র। নাগপুর থেকে ১৭০ কিলোমিটার দূরে পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার গড়চিরোলি মাও অধ্যুষিত হিসেবেই পরিচিত। আগেই রাজ্য পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে এটাপল্লির ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছে মাওবাদীদের একটি বড়সড় দল। এরপরেই ধীরে ধীরে জঙ্গল ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুরু হয় মাওবাদীদের সন্ধানে চিরুণি তল্লাশি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।