ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতার মধূসুদন মঞ্চে বাংলা ফাউন্ডেশনের কবি প্রণাম

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জুলাই ৮, ২০১৩

কলকাতা: গান, সাহিত্য, নাটক ও সিনেমাকে হাতিয়ার করে পৃথিবীব্যাপী বাংলা ভাষার প্রচারের উদ্দেশ্যেই ঢাকার কিছু বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি প্রতিষ্ঠা করেছেন বাংলা ফাউন্ডেশন। রবীন্দ্রনাথকে স্মরণ করে কলকাতার সঙ্গেও এবার গাঁটছড়া বাঁধতে চলেছে সংস্থাটি।



এ উপলক্ষে ১৪ জুলাই কলকাতার মধ‍ুসূদন মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ‘কবি প্রণাম’।

বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসীন ও আজিজুর রহমান তুহিনের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী, সৌমী ভট্টাচার্য, শমীক পাল ও প্রবুদ্ধ রাহা।

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বাংলা ফাউন্ডেশনের সভাপতি আবু হেনা রেজ্জাকী ও কলকাতার নগরপাল সুরজিত করপুরকায়স্থ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।