ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে ১৮ জন তালেবান সদস্য নিহত হয়েছে। অপর পক্ষে ৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হওয়ার কথা স্বীকার করেছেন আফগান কর্মকর্তারা।
সোমবার ওয়ারদাক প্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টাব্যাপি এক সেনা অভিযানে ১৬ জন তালেবান সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে হয়েছে দু’জনকে। এই অভিযানে সেনাবাহিনীর দু’জন সদস্য নিহত ও ৬ জন আহত হয়।
অন্য দিকে লাঘমান প্রদেশের সরকারি মুখপাত্র শরহাদি জোয়াক সংবাদ মাধ্যমকে বলেন, “পুলিশের তল্লাশি ক্যাম্পে হামলা চালানোর পরিকল্পনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় স্থানীয় গোয়েন্দা সংস্থা। অভিযানে দুই তালেবান সদস্য নিহত হয় এবং আরও একজনকে আটক করা হয়। এ অভিযানে একজন গোয়েন্দা সদস্য নিহত হন। ”
নাঙ্গাহার প্রদেশের গর্ভনরের মুখপাত্র আহমাদ জিয়া আবদুলজাই জানান, একটি তল্লাশি ক্যাম্পে হামলা চালিয়ে ৩ আফগান পুলিশ সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা।
এখন পর্যন্ত এসব বিচ্ছিন্ন হামলার দায় স্বীকার করেনি কেউ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com