ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেন বধের তথ্য কম্পিউটার থেকে মুছে ফেলা হয়েছে

আর্ন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জুলাই ৮, ২০১৩
লাদেন বধের তথ্য কম্পিউটার থেকে মুছে ফেলা হয়েছে

ঢাকা: আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান সংশ্লিষ্ট সব তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কাছে হস্তান্তর করা হয়েছে। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটারে রক্ষিত অভিযান সংশ্লিষ্ট সব তথ্য মুছে ফেলা হয়েছে।

অভিযানের তথ্য যেন ফাঁস না হয় সেটি নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে।

তথ্য মুছে ফেলা ও সিআইএর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের কমান্ডার এডমিরাল উইলিয়াম ম্যাকরেভেন।

প্রেসিডেন্টের ক্ষমতাবলে সিআইএর হয়ে নেভি সিলস ওই অভিযান চালায়। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আগে লিওন প্যানেট্টা অভিযান তদারকি করেছিলেন।

সিআইএর মুখপাত্র প্রিসটন গলসন এক বিবৃতিতে জানান, সিআইএর পরিচালককের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। সিআইএর পরিচালকের তদারকিতে চালানো অভিযানের তথ্য সিআইএর তথ্য।

তথ্য স্বাধীনতা আইনের বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার জন্য সিআইএ-এর কাছে তথ্য হস্তান্তর করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাকে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।