ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাঘের ভয়ে টানা তিনদিন গাছে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুলাই ৮, ২০১৩
বাঘের ভয়ে টানা তিনদিন গাছে!

ঢাকা: ভল্লুকের ভয়ে বন্ধুকে ছেড়ে গাছে উঠে পড়ার গল্প নিশ্চয় সবারই জানা আছে। কিন্তু এবার বাস্তবেই বাঘের ভয়ে টানা তিনদিন গাছে কাটাতে হলো ইন্দোনেশিয়ার পাঁচ বন্ধুকে।



গল্পে গাছে উঠতে না পারা বন্ধুটি মৃত্যুর ভান করে বেঁচে গেলেও ইন্দোনেশিয়ার এ ঘটনায় অপর ষষ্ঠ ব্যক্তি গাছে উঠতে না পেরে ‍বাঘের থাবায় প্রাণ দিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ছয় বন্ধুর ওই পর্যটক দলটি সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলে গুনুং লেউসের জাতীয় উদ্যানের গভীরে চলে যান। তারা সেখানে হরিণ ধরার জন্য একটি ফাঁদ পাতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ফাঁদে আটকা পড়ে একটি ছোট্ট বাঘ। ছোট্ট বাঘটি মারা যাওয়ার পর বাঘের একটি দল ঘিরে ধরে ওই ছ’জনকে।

গাছে আটকে থাকা পাঁচজন বন্ধু কোনও রকমে মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের অবস্থান সম্পর্কে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানান। অনেক বাধা-বিপত্তির পর শনিবার উদ্ধারকারী দল ওই পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।