ঢাকা: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বৈমাত্রেয় ভাই মারা গেছেন। সোমবার বাগদাদের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ইরাকের এক জ্যেষ্ঠ নেতা।
ইরাকের বিচার বিষয়ক উপমন্ত্রী বুশো ইব্রাহিম জানান, সাবায়ি ইব্রাহিম আল-হাসানের স্বাস্থ্যের অবণতি হওয়া কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
সাদ্দামের শাসনামলে গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় এবং ইরাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর প্রতি হামলা চালানোর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর আল-হাসান বিদেশি পালিয়ে যান। কিন্তু ২০০৫ সালে সিরিয়ার সরকার তাকে ইরাকের কাছে হস্তান্তর করে।
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাদ্দামের উপদেষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি।
সাদ্দামের নিজ শহর তিকরিত থেকে তার পুত্র আয়মান সাবায়ি ইব্রাহিমকে গ্রেফতার করা হলেও ২০০৬ সালে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। আয়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সরকার।
ইরাকে গণবিধ্বংসী পরমাণু অস্ত্র আছে-এ মিথ্যা অভিযোগ ২০০৩ সালের মার্চে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। ইরাকের লৌহ মানব সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ১৯৮২ সালে ১৪৮ জন শিয়াকে গণহত্যার অভিযোগে ২০০৬ সালের ডিসেম্বরে ফাঁসি দেওয়া হয়। আগ্রাসনে বিধ্বস্ত ইরাকের কোথাও পরমাণু অস্ত্রের নমুনাও খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের মিত্রবাহিনী।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com