রিয়াদ থেকে: সোমবার মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যায়নি। শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী বুধবার থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত এ খবর নিশ্চিত করে।
সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত এ ঘোষণা দেন বলে জানা গেছে।
সোমবার সৌদি আরবের আকাশ বালির কারণে অন্ধকারাচ্ছন্ন ছিল বলেও চাঁদ দেখা কমিটি আদালতকে জানায়।
সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানেও বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৩
এমএএ/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর