ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে রোজা শুরু বুধবার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, জুলাই ৯, ২০১৩
মধ্যপ্রাচ্যে রোজা শুরু বুধবার

রিয়াদ থেকে: সোমবার মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যায়নি।  শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী বুধবার থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে।



সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত এ খবর নিশ্চিত করে।  

সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত এ ঘোষণা দেন বলে জানা গেছে।

সোমবার সৌদি আরবের আকাশ বালির কারণে অন্ধকারাচ্ছন্ন ছিল বলেও চাঁদ দেখা কমিটি আদালতকে জানায়।

সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত,  ওমানেও বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৩
এমএএ/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।