ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রথযাত্রায় পুরীতে হাই অ্যালার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুলাই ৯, ২০১৩
রথযাত্রায় পুরীতে হাই অ্যালার্ট

নয়াদিল্লি: বিহারের বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণের জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে উড়িষ্যার পুরীতে। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে মন্দির শহর।



রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে এমনিতেই নিরাপত্তার কড়া বেষ্টনী থাকে। বুধবারের রথযাত্রা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েকগুণ বাড়ানো হয়েছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে সিসিটিভি। দু’হাজার হোমগার্ডের সঙ্গে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)। আকাশে চক্কর মারছে হেলিকপ্টার। পানিপথে হামলা রোধে নামানো হয়েছে উপকূলরক্ষী।

পুরীর পুলিশ সুপার অনুপ কুমার সাহু জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সড়ক পথ, পানি ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

নিরাপত্তা ব্যবস্থায় সামান্যতম গাফিলতিও যেন না থাকে এজন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি প্রকাশ মিশ্র।

তিনি আরও জানান, রথের চারপাশে এবং জগন্নাথ মন্দিরগামী গ্রান্ড রোড সিল করে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে ও বাইরে  ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পানিপথে নাশকতা রোধে পুরীর উপকূলে নামানো হয়েছে উপকূলরক্ষীদের। আকাশপথে চক্কর দিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার।

পুরীতে ঢোকার এবং বের হওয়ার সব রাস্তায় চেক করা হচ্ছে প্রতিটি গাড়ি। সব হোটেলেও বসানো হয়েছে সিসিটিভি। পুণ্যার্থী ও পর্যটক প্রত্যেকের আইকার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
 
গত বছর অসম পুলিশের তরফে আগাম বার্তা দিয়ে জঙ্গি নাশকতা সম্পর্কে উড়িষ্যা সরকারকে সতর্ক করা হয়েছিল। গত রোববার বিহারের মহাবোধি মন্দিরে বিস্ফোরণের প্রেক্ষিতে কিছুটা ভয় থাকায় রথযাত্রার নিরাপত্তা নিয়ে কোন ধরনের বিতর্ক চান না পুরীর পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।