নয়াদিল্লি: আবার খবরের শিরোনামে মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম কাসকার। এবার শিরোনামে যুক্ত হয়েছে তার ভাই ইকবাল কাসকারের নাম।
দুই তলা জুড়ে বিশাল হোটেলের জায়গার মালিক দাউদ নিজে। সেখানেই তার ভাই ইকবাল অন্য একজনের মাধ্যমে জায়গাটি নিয়ে হোটেল চালাচ্ছিলেন। গত মঙ্গলবার তাতে তালা পড়ে ।
১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পরপরই দাউদের মোট দশটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে দখলে নেয় প্রশাসন। ঐ হোটেলের দুটি অংশও ছিল সে তালিকায়।
দাউদের ভাই মাসিক ভাড়া দিয়ে বাজেয়াপ্ত হোটেলটি ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়। বেশ কয়েক বছর আগে দাউদের বোন হাসিনা পারকারের বহুতল ভবনটি মুম্বাই পুরসভার তৎকালীন ডেপুটি কমিশনার ভেঙে দেন। পুরসভার ঐ সাবেক ডেপুটি কমিশনার গোবিন্দ রাঘব খেরনার জানিয়েছেন, ঐ বহুতল ভবনটির আসল মালিক ছিলেন দাউদ।
তবে দাউদের বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তুললেও তার জন্য খদ্দের পাওয়া যাচ্ছে না বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর