ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মৃত্যুর আগে ন’বছর পাকিস্তানে ছিলেন লাদেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুলাই ৯, ২০১৩
মৃত্যুর আগে ন’বছর পাকিস্তানে ছিলেন লাদেন!

ঢাকা: মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হওয়ার আগে প্রায় এক দশক পাকিস্তানে ছিলেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন! কিন্তু তাকে ধরাতো দূরের কথা, দীর্ঘ ন’বছর দেশটিতে অবস্থানকালে তার পাত্তাই পায়নি তৎকালীন পাকিস্তান সরকার।

দেশটির অ্যাবোটাবাদের কমিশনের তদন্ত প্রতিবেদনে এই বিস্ময়কর তথ্যই উঠে এসেছে।

এই অবিশ্বাস্য সমন্বয়হীনতা ও ব্যর্থতার জন্য পাক সরকারে সমস্ত বিভাগকেই ‘অপদার্থ’ বলেছে তদন্ত কমিশন।

৩৩৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি সোমবার ফাঁস করে দেয় প্রখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।

সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে গঠিত অ্যাবোটাবাদ কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, “সরকারি পর্যায়ে সম্মিলিত অযোগ্যতা আর অবহেলার জন্যই এই ঘটনা ঘটেছে। ” শুধু তাই নয় লাদেনকে ধরতে মার্কিন বিশেষ বাহিনীর হামলার ঘটনাকে ‘খুনের অপরাধ’ আখ্যা দিয়ে এ ঘটনাকে ১৯৭১ সালের পর পাকিস্তানের জন্য ‘সবচেয়ে বেশি অপমানজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, তদন্ত কমিশনের এই প্রতিবেদন গত ছ’মাস আগে পেশ করা হলেও এতদিন তা লুকিয়ে রেখেছিল পাকিস্তান সরকার।

এ দিকে, পাক সরকারের ব্যর্থতা ফাঁস করে দেওয়ায় বর্তমানে দেশটিতে আল জাজিরাকে ব্লক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাকে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।