ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বায়ু দূষণে আয়ু কমছে মাথাপিছু সাড়ে পাঁচ বছর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৭, জুলাই ১০, ২০১৩
বায়ু দূষণে আয়ু কমছে মাথাপিছু সাড়ে পাঁচ বছর!

ঢাকা: বর্তমান সময়ে পৃথিবীর মানুষের গড় ‍আয়ু ষাট বছর বা তার চেয়ে কয়েক বছর বেশি। কিন্তু এ থেকে যদি নিজেদের সৃষ্ট কোনো কারণেই সাড়ে পাঁচ বছর হাওয়া হয়ে যায় তাহলে থাকে আর ক’বছর।



চীনের উত্তরাঞ্চলে গবেষণা চালিয়ে গবেষকরা বলেছেন, তীব্র দূষণের কারণে এ অঞ্চলের মানুষের আয়ু ভাণ্ডার থেকে সাড়ে পাঁচ বছর হাওয়া হয়ে যাচ্ছে। অথচ দূষণ অপেক্ষাকৃত সহনশীল হওয়ার কারণে গড় আয়ু পর্যন্তই বাঁচতে পারছেন দক্ষিণাঞ্চলের মানুষরা।

গবেষকরা আরও বলেন, উত্তরাঞ্চলের বিষাক্ত বাতাস এ অঞ্চলের মানুষকে খুব দ্রুত স্ট্রোক, হৃদরোগ এবং ক্যান্সারের মতো মরণব্যাধিগুলোতে আক্রান্ত করে।

স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কিছু প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পরিচালিত যুগান্তকারী গবেষণাটির প্রতিবেদন সোমবার চীনের জাতীয় বিজ্ঞান একাডেমি’র একটি জার্নালে প্রকাশিত হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এ অঞ্চলের ৯০টি শহরে অপসৃত প্রতিদিনের ক্ষুদ্রক্ষণার ঘনত্ব নির্ণয় করা হয়। এখানে দেখা যায় প্রতিটি বস্তুকণার ঘনত্ব কিউবিক মিটার প্রতি ১৮৪ মাইক্রোগ্রাম যা স্বাভাবিক ঘনত্বের চেয়েতো অবশ্যই বেশি এমনকি চীনের দক্ষিণাঞ্চলের চেয়েও ৫৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলের মানুষের চেয়ে উত্তরাঞ্চলের মানুষ সাড়ে পাঁচ বছর কম বাঁচে। এর অর্থ দাঁড়াল দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলের দূষণ তীব্র হওয়ার কারণে এ অঞ্চলের মানুষের আয়ু থেকে সাড়ে পাঁচ বছর হাওয়া।

গবেষকরা তাদের প্রতিবেদনে জানান, তীব্র বায়ু দূষণ হুয়াই নদীর তীরবর্তী বসবাসরত ৫০ কোটি মানুষের সমষ্টিগত আয়ু থেকে প্রায় ২শ’ ৫০ কোটি বছর কেড়ে নিবে!

গবেষকরা জানান, গবেষণা মতে এ দু’টি অঞ্চলেই বায়ু দূষণের মাত্রা অনুযায়ী যেমন আয়ুর তারতম্য খুঁজে পাওয়া যায় তেমনি এ পদ্ধতি গ্রহণ করে অন্য অঞ্চলের মানুষের আয়ু কমার হারও নির্ণয় করা যাবে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।