ঢাকা: বিহারের বুদ্ধগয়ার পর এবার জঙ্গিদের লক্ষ্য ভারতের ব্যস্ততম ও অভিজাত নগরী মুম্বাই। এক টুইটার বার্তায় এমন হুমকিই দিয়েছে দেশটির জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)।
বুধবার আইএম’র টুইটার বার্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রশাসনকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যেই মুম্বাইয়ে হামলা করা হবে, পারলে ঠেকাতে (Hamara Agla Target Mumbai Hai. Rock Sago Toh Rock Lo, 7 days Left)।
এছাড়া, গত রোববারের বুদ্ধগয়ায় বোমা হামলার পিছনে তাদের হাত রয়েছে এমন কথাও স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠনটি।
জঙ্গিদের এ হুমকির পর এখন পর্যন্ত প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বুদ্ধগয়ায় বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করে বিহার পুলিশ। স্থানীয় মহাবোধি মন্দিরের কাছে একটি হোটেল থেকে ওই চারজনকে আটকে করা হয়। তবে, পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com