ঢাকা: রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি ভেনিজুয়েলা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ্যালিয়াস জৌয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।
স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কারাকাসের মুখপাত্র জৌয়া আশা প্রকাশ করে বলেন, “যত দ্রুত সম্ভব আশ্রয়ের প্রস্তাব গ্রহণের ব্যাপারে জবাব দেবেন স্নোডেন। ”
তিনি বলেন, “স্নোডেন যদি রাজনৈতিক আশ্রয় কামনা করেন, তবে অবশ্যই তাকে প্রথমে ভেনিজুয়েলায় প্রবেশ করতে হবে। ”
স্নোডেনকে ভেনিজুয়েলায় আনার ব্যাপারে রাশিয়া সরকারের সঙ্গে সব ধরনের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের ব্যাপারে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।
এর আগে কারাকাসের আশ্রয় প্রস্তাব স্নোডেন গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আলেক্সেই পাশকভ তার ব্যক্তিগত টুইটার বার্তায় বলেন, “যেটা ধারণা করা হয়েছিল ঠিক সেটাই হয়েছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য (ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস) মাদুরোর প্রস্তাবেই সম্মত হয়েছেন স্নোডেন। ”
তিনি আরও লেখেন, “আপাতদৃষ্টিতে এই প্রস্তাবই স্নোডেনের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে। ”
তবে প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরই বিবৃতিটি পাশকভ’র টুইটার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।
পাশকভ’র এই টুইটার বার্তার পর মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের পক্ষ থেকে দাবি করা হয়, ভেনিজুয়েলার আশ্রয়ের প্রস্তাব এখনো গ্রহণ করেননি স্নোডেন।
উল্লেখ্য, সাধারণ মানুষের ফোনকল ও অনলাইন কার্যক্রমে মার্কিন কর্তৃপক্ষের অবৈধ নজরদারির কথা ফাঁস করে সিআইএ’র রোষানলে পড়েন স্নোডেন। মার্কিন প্রশাসনের হয়রানি থেকে বাঁচতে ২০ মে হংকং চলে যান তিনি। সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেন। প্রায় দু’ সপ্তাহ মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থানকারী এই মার্কিন তরুণ রাজনৈতিক আশ্রয় চেয়ে ২১টি দেশের সরকারের কাছে আবেদন করেন।
জবাবে নিকারাগুয়া, বলিভিয়া, কিউবাসহ স্নোডেনকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয় মার্কিনবিরোধী ভেনিজুয়েলা সরকার।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com