ঢাকা: ধর্মশাস্ত্র মতে সবচেয়ে নিকৃষ্ট ও খারাপ সৃষ্টি হলো শয়তান। কিন্তু মহামানবরা ছাড়া আর কেউ এই শয়তানকে দেখেছেন বলে ইতিহাস নেই?
দেখা সম্ভব না হলেও রহস্যপ্রেমীরা অদম্য এক নেশায় ‘শয়তানের ব্রিজ’ থেকে প্রতিনিয়ত লাফ দিচ্ছেন অথৈ জলরাশিতে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্কবাণী থাকলেও সেদিকে ভ্রক্ষেপ নেই তাদের। যেন রহস্য উন্মোচন করতেই হবে!
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাম্বুরিয়া কাউন্টিতে ৪০ ফুট উচ্চতার (১২ মিটার) একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটিকে ঘিরে অনেক লোককথা প্রচলিত আছে এখানে। বয়স্কদের ভাষ্যমতে, অসংখ্য অস্বাভাবিক ঘটনার স্বাক্ষী এই ব্রিজটি। তার ওপর আবার গত বছর এই ব্রিজ থেকে লাফ দিয়ে এক ব্যক্তি মারা যান।
এসব লোককথা ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পর্যটন এলাকায় অবস্থিত ব্রিজটিকে ‘শয়তানের ব্রিজ’ বলে মনে করতে থাকেন স্থানীয়রা। অন্য দিকে আগত সব দর্শনার্থীকে এই ব্রিজ থেকে লাফ দেওয়ার জন্য নিষেধ করে দেয় প্রশাসন।
এতোসব ভয়ংকর লোককথা আর প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্রিজটি থেকে ঝাঁপ দেওয়ার অভিযান সমাপ্ত করছেন না রহস্যপ্রেমীরা! যেন রহস্য উন্মোচন করতেই হবে!
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com