ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জুলাই ১০, ২০১৩
চীনে ভূমিধসে নিহত ৪০

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধসে মাটি চাপা পড়ে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত হয়েছে।

দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রদেশের জোংশিং শহরের কাছে দুশিয়াংয়ান শহরতলীতে এ ভূমিধসের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে শতাধিক উদ্ধারকর্মী।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি চীনের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অহরহ ভূমিধসের ঘটনা ঘটছে।

এর আগে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে সিচুয়ানের জিয়াংজুতে একটি ব্রিজ ধসে পড়ে। ওই ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।